![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-09%252F33873d5a-4039-4fec-bb2b-40f61d759685%252FVCVCUY64Q5LHVFJ4IZWLDSJWNU.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
ইন্দোনেশিয়াও চালু করল গোল্ডেন ভিসা, যত অর্থ বিনিয়োগ করতে হবে
প্রথম আলো
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৯
বিনিয়োগে আকৃষ্ট করতে ইন্দোনেশিয়াও গোল্ডেন ভিসা চালু করেছে। বিদেশি ব্যক্তি ও করপোরেট বিনিয়োগকারীদের জন্য এই বিশেষ ভিসা কর্মসূচি দেশটির জাতীয় অর্থনীতি চাঙা করতে ভূমিকা রাখবে বলে সরকারের আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, রোববারে প্রকাশ করা ওই বিবৃতিতে অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বলেন, ‘এই গোল্ডেন ভিসার আওতায় বিনিয়োগকারীরা ৫ থেকে ১০ বছরের জন্য ইন্দোনেশিয়ায় বাস করার অনুমতি পাবেন।’
পাঁচ বছরের ভিসার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের এমন একটি কোম্পানি খুলতে হবে, যার আর্থিক মূল্য হবে কমপক্ষে ২৫ লাখ মার্কিন ডলার। অন্যদিকে ১০ বছরের ভিসা পাওয়ার জন্য একজন ব্যক্তিকে ৫০ লাখ ডলার বিনিয়োগ করতে হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- গোল্ডেন ভিসা