শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সে কারণে বাসায় থেকে নিয়মিতই শুটিং স্পর্টে যেতে হচ্ছে তাকে। আর দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর রাস্তার যানজট অনেকটাই কমে গেছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকাও বেশ উচ্ছ্বসিত। পরী কণ্ঠেও সেই আনন্দের সুর শোনা গেল।
আজ মঙ্গলবার দুপুরে পরীমণি তার ফেসবুকে ২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিও’র দৃশ্য ধারণ হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে বসে। ভিডিওটি প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই চিত্রনায়িকা।