কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেসবুকে দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালু করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৭

ফেসবুকে বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করেন অনেকেই। এসব তথ্য চুরি করার পাশাপাশি ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে অবশ্যই দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহার করতে হবে। ফেসবুকে দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক—


দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালুর জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস অপশনে নির্বাচনের পর ‘মেটা অ্যাকাউন্ট সেন্টার’–এর নিচে থাকা ‘সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার’–এ ক্লিক করতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ক্লিক করে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ট্যাপের পর প্রোফাইল নির্বাচন করে ফেসবুকের পাসওয়ার্ড লিখে কনটিনিউ বাটনে ক্লিক করতে হবে। পরের পৃষ্ঠায় টেক্সট মেসেজ বা এসএমএস অপশন নির্বাচন করে ফোন নম্বর লিখলেই ফোনে একটি কোড পাঠাবে ফেসবুক। কোডটি লিখলেই ফেসবুকে দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালু হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও