![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/09/05/b1da5e35a218d83c5eded7931ff2b6f4-64f6c80217fd6.jpg)
এবার বাংলাদেশের ম্যাচ কি তবে হাম্বানটোটায়
এশিয়া কাপের বড় বিজ্ঞাপন ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরই যেন টনক নড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। এর পর থেকেই আলোচনায় ভেন্যু পরিবর্তনের ব্যাপারটি। শোনা যাচ্ছে, কলম্বো থেকে সরে যেতে পারে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো, যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুই ম্যাচ।
হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা ও পাকিস্তানে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টে এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের তিনটিই হয়েছে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। তিনটি ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি বাগড়া দিলেও ভালোমতো শেষ হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের মহারণ দেখতে দেয়নি বৃষ্টি। আর গতকাল ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। শেষ পর্যন্ত ২৩ ওভারে রান তাড়া করতে হয় ভারতকে। অন্যদিকে ১৭ সেপ্টেম্বরের ফাইনাল ও সুপার ফোরের ৫ ম্যাচসহ ৬ ম্যাচের সূচি রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
- ট্যাগ:
- খেলা
- এশিয়া কাপ
- বাংলাদেশের খেলা