ফ্ল্যাট বুঝিয়ে দেয় না ‘নগর ডিজাইন’, মূল হোতা প্রকৌশলী সেলিম
নানান ছাড় আর লোভনীয় অফারে প্রথমে টানেন ক্রেতা। যথাসময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা বলে গ্রাহকের কাছ থেকে নেন টাকা। একই প্রলোভন দেখান ভূমির মালিককেও। কাজও শুরু হয়। কিন্তু চলছে তো চলছেই। শেষ হয় না। রিহ্যাবে অভিযোগ দিলেও হয় না কাজ। নানান অজুহাতে করতে থাকেন সময়ক্ষেপণ। মাস যায়, বছর যায় কিন্তু প্রকল্পের কাজ আর শেষ হয় না।
এমন অভিযোগ নব উদ্যোগ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নগর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে। কোম্পানির অন্তরালে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক প্রকৌশলী এ কে সেলিম স্বয়ং করছেন এ প্রতারণা।
ভুক্তভোগীরা প্রকৌশলী এ কে সেলিমের বিরুদ্ধে একাধিক চিঠি দিয়েছেন রিহ্যাবে। এতে বলা হয়েছে, ভূমি মালিক ও ক্রেতাকে ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছেন না রিহ্যাব পরিচালক প্রকৌশলী এ কে সেলিম।
জানা যায়, তাকে জমি দিয়ে ফ্ল্যাট বুঝে না পাওয়ার কষ্ট সইতে না পেরে মারা গেছেন একজন ভূমি মালিক আক্তারী বেগম। তার ওয়ারিশরাও এখন পর্যন্ত নিজেদের ফ্ল্যাট বুঝে পাননি।