বিজ্ঞাপনের ছবির সঙ্গে কেন বাস্তবের বার্গারের মিল থাকে না?

www.tbsnews.net প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪১

দক্ষিণ লন্ডনের বাসিন্দা ক্রিস একজন বার্গারপ্রেমী। বাড়িতে ফেরার পথে দেরি হলে কখনো কখনো তিনি বার্গার কিনে নেন, আর নাহয় বাচ্চাদের নিয়ে রাতের খাবারের জন্যও বার্গার কেনেন। আবার মাঝেমধ্যে ঝটপট পেট ভরানোর জন্যও বার্গারের ওপরই ভরসা করেন তিনি।


তবে একইসঙ্গে ক্রিস খেয়াল করেছেন- বন্ধুবান্ধব এবং তার পরিচিত আরও যারা বার্গারপ্রেমী আছেন, তাদেরকে প্রায়ই তিনি নিজের বার্গারের ছবি পাঠান এবং অপর প্রান্তের ব্যক্তিরা সেই ছবি দেখে হেসে কুটিকুটি হন। এর কারণ, বিজ্ঞাপনে বার্গারগুলোকে যেভাবে দেখানো হয় তার সঙ্গে বাস্তবের বার্গারের বিশাল পার্থক্য।


"বেশিরভাগ সময়ই বার্গারগুলো দেখে মনে হয় যেন কেউ এগুলোর উপর বসে পড়েছিল!" বলেন ক্রিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও