সন্দেহ এড়াতে গোপনে দৃশ্যধারণ, ভেনিসে দাঁড়িয়ে অভিবাদন
ইরানি অভিনেত্রী-নির্মাতা জার আমির ইব্রাহিমি এবং ইসরায়েলি নির্মাতা গাই নাটিভ যৌথভাবে পরিচালনা করেছেন ‘তাতামি’। তেহরানের সম্ভাব্য হস্তক্ষেপ ঠেকাতে এই চলচ্চিত্রের দৃশ্যধারণ করতে হয়েছে গোপনে। এবারই প্রথম ইরানি ও ইসরায়েলি দুই নির্মাতা একসঙ্গে কাজ করলেন। এদিক দিয়ে ইতিহাস গড়েছেন তারা। ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮০তম আসরে হরাইজন্স শাখায় এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। গত ২ সেপ্টেম্বর দর্শকরা এটি দেখার পর পাঁচ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন।
বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে থ্রিলার ছবিটির গল্প। টুর্নামেন্টে ইরানের জুডোকা চ্যাম্পিয়ন লেইলার অংশগ্রহণ করার একদিনের ঘটনা তুলে ধরা হয়েছে এতে। তার ভূমিকায় অভিনয় করেছেন ফার্সিভাষি আমেরিকান অভিনেত্রী আরিয়েন ম্যান্ডি। ইসরায়েলি প্রতিযোগীর সঙ্গে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা এড়াতে ইনজুরির মিথ্যে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয় মেয়েটিকে!