টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ঢাকা পোষ্ট রাজবাড়ী সদর প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০১

রাজবাড়ী সদর হাসপাতালে টনসিল অপারেশনে মোস্তাকিম ( ৮) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর ১ নং আমলি আদালতে শিশু মোস্তাকিমের মা কাকলী খাতুন বাদী হয়ে মামলাটি করেন।


মামলার প্রেক্ষিতে ১ নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন মামলাটি তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।


মামলার আসামিরা হলেন- রাজবাড়ী সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. তাপস চন্দ্র মন্ডল, অ্যানেসথেশিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ইকরামুল করিম উল্লাস ও রাজবাড়ী সদর হাসপাতাল সংলগ্ন ডিজিটাল ক্লিনিকের ম্যানেজার চরনারায়ণপুর এলাকার মো. আতাউর মন্ডল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও