You have reached your daily news limit

Please log in to continue


মিরাজ-নাজমুলের জুটিতে শক্ত ভিতে বাংলাদেশ

নাজমুলের চোট

২৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিতে দৌড়াচ্ছিলেন নাজমুল। রান সম্পন্ন করার আগেই ফুটে উঠল অস্বস্তি। পায়ের কোনো অংশে টান পড়েছে। এরপর ফিজিওর দ্বারস্থ হয়েছেন ৪৪ রানে অপরাজিত বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে, নাজমুল আবার খেলার জন্য প্রস্তুত। 

জানাতের ওভারে দুই চার

মাঝে ৩ ওভারে কোনো বাউন্ডারি আসেনি। এরপর করিম জানাতের এক ওভারেই এল দুটি চার। প্রথমটি কাভার ড্রাইভে মেরেছেন মিরাজ, পরেরটি নাজমুল। দুজনের জুটি এগোচ্ছে বেশ ভালোভাবে। ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৯ রান, মিরাজ-নাজমুলের জুটি অবিচ্ছিন্ন ৮৬ রানে।

মিরাজের ফিফটি

নবির বলে লেগ সাইডে ঘুরিয়ে খেলে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি পূর্ণ করলেন মিরাজ। ফিফটিতে যেতে তাঁর লেগেছে ৬৫ বল। শুরুটা ধীরগতির করলেও অনেকটি পুষিয়ে এনেছেন সেটি।

গত ডিসেম্বরে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন মিরাজ, মিরপুরে ভারতের বিপক্ষে ৮ নম্বরে নেমে। ক্যারিয়ারের আগের দুটি ফিফটিও এসেছিল আট নম্বরেই। এর মধ্যে একটি আফগানিস্তানের বিপক্ষে, গত বছর খেলেছিলেন অপরাজিত ৮১ রানের ইনিংস।

এর আগে টি-টোয়েন্টিতে ‘মেকশিফট’ ওপেনার হিসেবে খেলানোর চেষ্টা করা হয়েছিল তাঁকে, যদিও সফল হননি। আজ ওয়ানডেতে সে ভূমিকায় নেমে খেলছেন গুরুত্বপূর্ণ ইনিংস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন