কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চোখের সংক্রমণ এড়াতে কী করবেন

সমকাল প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩১

নানা কারণে চোখে সংক্রমণ হতে পারে। সংক্রমণ হলে চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, জ্বালাভাব, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাতাসে থাকা ধুলোকণা, পরাগরেণু, দূষণ, আবহাওয়ার পরিস্থিতি চোখে সংক্রমণ হওয়ার অন্যতম কারণ। 


চোখ এমনিতেই মানবদেহের খুব সংবেদনশীল অংশ। তাই সংক্রমণ এড়াতে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে যা করবেন-


১. চোখে চুলকানি ভাব দেখা দিলে চোখ ডলবেন না। এতে চোখের ক্ষতি হয়। 


২. চোখে হাত দেওয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।


৩. বাইরে বেরোলে সানগ্লাস ব্যবহার করুন। এতে সূর্যের অতি বেগুনি রশ্মি এবং দূষণ থেকে চোখ রক্ষা পাবে। 


৪. ঘরবাড়ি পরিষ্কার রাখবেন। তা না হলে ধূলা থেকে চোখে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে।


৫. চোখে কোনো অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও ঠান্ডা জিনিস দিয়ে চোখে সেঁক দিতে পারেন। 


মনে রাখবেন, খুব অল্পতেই চোখে সংক্রমণ হতে পারে। তাই সাবধান থাকা প্রয়োজন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও