You have reached your daily news limit

Please log in to continue


মৃত্যুর ১৫ বছর পর নায়ক মান্নার নতুন সিনেমার মুক্তি

মৃত্যুর ১৫ বছর পর মুক্তি পাচ্ছে চিত্রনায়ক মান্না অভিনীত 'জীবন যন্ত্রণা' সিনেমাটি। আগামী ১৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান নায়ক মান্না। এটি তার অভিনীত শেষ সিনেমা। 

সিনেমায় মান্না ছাড়াও আছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ আরও অনেকে।

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি মুক্তিযুদ্ধের সিনেমা, সে কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।'

তিনি আরও বলেন, '"লীলামন্থন" নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। এরপরও সিনেমাটি মুক্তি দিতে চাই। মান্নাভক্ত ও সাধারণ দর্শকদের জন্যই মুক্তি দেবো সিনেমাটি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন