কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ডেইলি স্টার প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৩

বহু কাঙ্খিত টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবহাওয়ার বিরূপ থাকলেও সেদিকে ভাবার কারণ দেখছেন না রোহিত। বাবর আজমও জানান টস জিতলে ব্যাটিং বেছে নিতেন তারা।


এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে ভারত তাদের একাদশে নিয়েছেন তিন পেসার আর দুই স্পিনার। রবীন্দ্র জাদেজার সঙ্গে একাদশে আছেন রিষ্ট স্পিনার কুলদীপ যাদব। অনুমিতভাবে একাদশে ফিরেছেন শ্রেয়াস আইয়ার, জাসপ্রিট বুমরাহ। বুমরাহ ফিরলেও এই ম্যাচে মোহাম্মদ শামিকে বসিয়ে শার্দুল ঠাকুরকে খেলাচ্ছে ভারত। পাকিস্তানের একাদশেও আছে তিন পেসার ও দুই স্পিনার। দুই দলই নামছে সম্ভাব্য সেরা একাদশ নিয়ে।


টসের সময় নিজেদের প্রত্যাশা নিয়ে কথা বলেন দুই অধিনায়ক। রোহিত জানান কঠিন টুর্নামেন্টে নিজেদের বাজিয়ে দেখতে চান তারা, 'দেখা যাক এই টুর্নামেন্ট থেকে আমরা কি অর্জন করতে পারি। মানসম্পন্ন দলের বিপক্ষে এটা মানসম্পন্ন টুর্নামেন্ট। দিনশেষে আমরা কি করতে পারি দেখার আছে। আইয়ার ফিরেছে, বুমরাহ ফিরেছে। তিন স্পিনার আর দুই স্পিনার নিয়ে নামছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে