মুনাফা কমেছে খেলনা তৈরির বৈশ্বিক প্রতিষ্ঠান লেগোর

প্রথম আলো প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮

করোনা মহামারির সময় রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছিল ডেনমার্কভিত্তিক খেলনা তৈরির প্রতিষ্ঠান লেগো। কিন্তু চলতি বছরের অর্ধবার্ষিক, অর্থাৎ প্রথম ছয় মাসে মুনাফা কমেছে প্রতিষ্ঠানটির। এ সময়ে লেগোর মুনাফা ১৭ দশমিক ৭ শতাংশ কমেছে, যা পরিমাণে ৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। তবে একই সময়ে প্রতিষ্ঠানটির বিক্রি বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ।


ব্যবসায়িক এই মন্দা কাটাতে লেগো বর্তমানে চীনকে ঘিরে পরিকল্পনা করছে। কারণ, চীনের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি সব সময় পশ্চিমা পণ্য কিনতে আগ্রহী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন তাদের লকডাউন তথা বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে দেশটিতে মুনাফা অর্জনের লক্ষ্যে ইতিমধ্যে ৫৮টি শাখা খুলেছে লেগো। যদিও এতে আশানুরূপ হারে বিক্রি বাড়েনি। খবর বিবিসির


প্রতিষ্ঠানটি ভেবেছিল, চীন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং দেশটির লোকজন কেনাকাটা শুরু করবেন। কিন্তু সে প্রত্যাশা অনুযায়ী বিক্রি বাড়েনি। তবু চীনের বাজার লক্ষ্য করে আপাতত দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে লেগো। এর পরিপ্রেক্ষিতে চীনে আরও শাখা তথা বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে চীনের সাংহাই ও বেইজিংয়ে দুটি বড় ফ্ল্যাগশিপ দোকান খুলেছে তারা।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও