কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজার দয়ায় কমল থাকসিনের সাজা

www.ajkerpatrika.com থাইল্যান্ড প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়ে দিয়েছেন দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন। থাকসিনের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজা তাঁর সাজা কমিয়ে দেন। শুক্রবার এ বিষয়ে একটি রাজকীয় গেজেট প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


থাইল্যান্ডের রাজপ্রাসাদ থেকে প্রকাশিত রয়্যাল গেজেটে বলা হয়েছে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে থাকসিন সিনাওয়াত্রার অবদানের বিষয়টি বিবেচনা করে তাঁর সাজা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজার সিদ্ধান্ত অনুসারে থাকসিনের সাজা ৭ বছর কমিয়ে মাত্র এক বছর করা হয়েছে।
 
গেজেটে বলা হয়েছে, ‘থাকসিন তাঁর অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা দেখিয়েছেন।’ তারই পরিপ্রেক্ষিতে তাঁর সাজা কমানো হয়েছে। গেজেটে আরও বলা হয়েছে, ‘থাকসিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি দেশ ও জনগণে কল্যাণে কাজ করেছেন। এ ছাড়া তিনি সব সময়ই রাজতন্ত্রের প্রতি অনুগত ছিলেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও