রাজধানীর যানজট কমাবে সরকারের যেসব প্রকল্প
রাজধানীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। তাই সড়ক, রেল, নৌ─সব মাধ্যম নিয়ে সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। জনবান্ধব টেকসই যোগযোগব্যবস্থা বাস্তবায়নে অনেক দূর এগিয়েও গেছে কাজ। সড়ক প্রশস্তকরণ, ফ্লাইওভার নির্মাণ, মেট্রোরেল ব্যবস্থা, এক্সপ্রেসওয়েসহ আরও কিছু মেগা প্রকল্প এখন জনগণের জন্য উন্মুক্ত। প্রথমবারের মতো এগুলোর সঙ্গে পরিচিত হয়েছে রাজধানীবাসীসহ পুরো দেশের মানুষ।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
যানজট এড়িয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যেতে দেশে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতোমধ্যে প্রকল্পটির বিমানবন্দর-ফার্মগেট অংশ যান চলাচলের জন্য প্রস্তুত। আজ শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অংশের উদ্বোধন করবেন। রবিবার থেকে এটা উন্মুক্ত হবে সর্বসাধারণের চলাচলের জন্য।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রকল্প
- যানজট
- মেট্রোরেল
- রাজধানীর যানজট