আর কত হেনারা খুন হবে
এই সমাজে গৃহকর্ত্রী সাথীদের কাছে গৃহকর্মী হেনারা তুচ্ছ হয়ে থাকে। সাথীদের হাতে নির্মমভাবে খুন হয় হেনারা। পাশবিক ঘটনা ঘটায় সাথীরা। নিকৃষ্ট, বিকৃত মানসিকতার মানুষ এই সাথীরা। দুঃখিত, হেনা ও সাথী—এ দুটি নাম লেখায় ব্যবহার করার জন্য। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি লেখার শুরুতে। কারণ, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া সাথী নামের সব মানুষ যেমন অমানবিক হয় না, নির্মম ও নিষ্ঠুর হয় না, ঠিক তেমনি হেনা নামের সব মানুষ নির্মল, নিষ্পাপ হয় না। তবে হেনা নামের সব শিশুই নির্মল ও নিষ্পাপ হয়ে থাকে।
শিশুমাত্রই নিষ্পাপ। অপরাধ করার বয়স শিশুদের নয়, ওটা বড়দের, মানসিকভাবে বিকারগ্রস্তদের। পথঘাট চিনে বড়রা অপরাধ করে। কোথাও কোথাও শিশুরা অপরাধের সঙ্গে জড়ায় বড়দের স্বার্থে, বুদ্ধিতে। ওটা প্রকৃতপক্ষে বড়দের অপরাধ। বড়রাই শিশুদের অপরাধে সম্পৃক্ত করে। সমাজে কিশোর অপরাধের আবির্ভাব সে কারণে।