কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাত্র ৪ ডলারে কেনা চিত্রকর্ম নিলামে আড়াই লাখ কীভাবে?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭

পুরনো জিনিসের প্রতি ভালোবাসা থেকে ২০১৭ সালে দাতব্য দোকান থেকে একটি চিত্রকর্ম কিনেছিলেন এক নারী। ওই চিত্রকর্মে এন.সি. ওয়েইথের স্বাক্ষরও ছিল। তখন তিনি মজা করে বলেছিলেন, মাত্র ৪ ডলারে কেনা শিল্পকর্মটি হয়তো বিখ্যাত মার্কিন শিল্পী এন.সি. ওয়েইথের আসল কাজ হতে পারে। ব্যাপারটি হাস্যকর শোনালেও তা এখন বাস্তব। দেখে গেছে চিত্রকর্মটি সত্যিই ওই বিখ্যাত শিল্পীর। যা চলতি সেপ্টেম্বরে নিলামে আড়াই লাখ ডলারে বিক্রি হতে পারে বলে।


নিলাম সংস্থা বোনহ্যামস স্কিনার-এর বিশেষজ্ঞদের মতে, নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি দোকান থেকে চিত্রকর্মটি কিনেছিলেন। তার লক্ষ্য ছিল চিত্রকর্মটির ফ্রেম পুনরায় ব্যবহার করা। এটি বাসায় নিয়ে ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করেও কিছু জানতে পারেননি তিনি। কয়েক বছর বেডরুমে টানিয়ে রাখার পর এক পর্যায়ে তা আলমারিতে রেখে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে