অধিকাংশ ট্রলারের জেলেরা ইলিশ না পেয়ে ফিরে আসছেন

প্রথম আলো বরিশাল সদর প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩

ইলিশের ভরা মৌসুমে গভীর সাগরেও খুব বেশি ইলিশ মিলছে না। দু-একজন ভাগ্যবান ট্রলারমালিক বেশি ইলিশ পেলেও অধিকাংশ ট্রলারের জেলেরা আশানুরূপ ইলিশ না পেয়ে ফিরে আসছেন। বাজারে ইলিশের প্রাপ্যতা কম থাকায় দামও আকাশচুম্বী। ফলে এবার জাতীয় মাছটির নাগাল পাচ্ছেন না নিম্ন ও মধ্যবিত্তরা।


জেলেদের ভাষ্য, সাগরে ছিটেফোঁটা যে ইলিশ ধরা পড়ছে, এর বেশির ভাগই জাটকা আকৃতির। বড় ইলিশের সংখ্যা কম। ভাগ্যক্রমে দু-একটি ট্রলারে অস্বাভাবিক পরিমাণ ইলিশ ধরা পড়লেও অধিকাংশ ট্রলারেই কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। দু-একটি ট্রলারে অস্বাভাবিক বেশি ইলিশ পাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় উচ্চ দাম নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। আসলে ইলিশের আহরণের প্রকৃত চিত্র ভিন্ন। আহরণ কম হওয়ায় বাজারে দাম কমছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও