কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউরোপে শেষ দিনের দলবদলে কে কোথায় যেতে পারেন

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪

দেখতে দেখতে শেষ হয়ে এল ইউরোপীয় ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়। প্রিমিয়ার লিগসহ ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোর দলবদল জানালা বন্ধ হয়ে যাবে ১ সেপ্টেম্বর শুক্রবার ইংল্যান্ডের সময় রাত ১১টায়। দেশভেদে সেটা এক-দুই ঘণ্টা এদিক-ওদিক হয় অবশ্য।


তবে ইদানীং দলবদলের বাজারে নতুন শক্তি হয়ে ওঠা সৌদি প্রো লিগের দলবদল চলবে আরও কিছুদিন। সৌদি আরব ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট বলছে, ওদের লিগের দলবদল চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেটা ২০ সেপ্টেম্বর পর্যন্তও চলতে পারে।


ফিফার নিয়মানুযায়ী সর্বোচ্চ ২০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন দলবদলের জানালা খোলা রাখা যাবে, তবে দলবদলের সময়টা কিছুতেই ১২ সপ্তাহের বেশি হতে পারবে না। তার মানে, ১ সেপ্টেম্বরের পর সৌদি আরবের দলগুলো খেলোয়াড় কিনতে পারলেও ইউরোপের দলগুলো সেটা পারবে না। সুতরাং ইউরোপের দলবদলের জানালা বন্ধ হয়ে যাওয়ার পরও অনেক খেলোয়াড় ক্লাব ছেড়ে সৌদি আরব যেতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও