সিঙ্গাপুরের মতো বাংলাদেশও কি ছাড় পাবে ভারতের?
সেদ্ধ চাল রপ্তানিতে গত মাসে হঠাৎ করে যে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত, তা থেকে সিঙ্গাপুরকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এরপর থেকে জল্পনা শুরু হয়েছে, একই সুবিধা কি বাংলাদেশও পেতে পারে?
এরই মধ্যে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী জয়পুরে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে গত সপ্তাহের বৈঠকে এই ছাড় দেওয়ার অনুরোধ করেছেন বলে জানা গেছে। ভারতের শীর্ষ চাল রপ্তানিকারকরা জানিয়েছেন, বাংলাদেশ তাদের কাছে বিরাট একটি বাজার এবং এই নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশ বা নেপালের মতো প্রতিবেশী দেশগুলো ছাড় পেলে তারা অত্যন্ত খুশি হবেন।
ভারতীয় পর্যবেক্ষকরাও মনে করছেন, ঢাকার সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় এ ধরনের সুবিধা দেওয়া উচিত– বিশেষ করে বাংলাদেশে যেহেতু আর মাস চারেক পরেই নির্বাচন হতে যাচ্ছে।
ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। তারা বিশ্বের যেসব দেশে চাল রপ্তানি করে তার শীর্ষ পাঁচটির মধ্যে রয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, ভারত থেকে অ-বাসমতি চাল আমদানির ক্ষেত্রে আফ্রিকার দেশ বেনিন ও সেনেগাল এবং দক্ষিণ এশিয়ার নেপালের পরেই বাংলাদেশের অবস্থান।