এবার চীনের মানচিত্র প্রত্যাখ্যান ফিলিপাইন-তাইওয়ান-মালয়েশিয়ার
অরুণাচলকে নিজেদের ভূখণ্ড দাবি করে সম্প্রতি যে ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে চীন, তা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ভারত। এবার দেশটির দক্ষিণ চীন সাগর বিষয়ক মানচিত্র প্রত্যাখ্যান করল এই সাগরপাড়ের দুই দেশ ফিলিপাইন-মালয়েশিয়া ও স্বায়ত্বশাসিত দ্বীপ ভূখণ্ড তাইওয়ান।
বিশ্বের অন্যতম ব্যস্ত ও প্রতিযোগীতাপূর্ণ বাণিজ্য জলপথ দক্ষিণ চীন সাগর। প্রতি বছর ৩ লাখ কোটি টাকার বাণিজ্যপণ্য চলাচল করে এই জলপথ দিয়ে। সোমবার দক্ষিণ চীন সাগরের একটি নতুন ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে বেইজিং। দেখতে ইংরেজি অক্ষর ‘ইউ’র মতো সেই মানচিত্রে সাগরের ৯০ শতাংশ এলাকা কভার করা হয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার।