কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অতিথিদের চলাচলের রাস্তায় কেন হনুমানের কাটআউট লাগাচ্ছে দিল্লি?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১৮:২০

আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হচ্ছে গ্রুপ অব টোয়েন্টি (জি-২০) জোটের শীর্ষ সম্মেলন। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সৌদি আরব, ফ্রান্স, জার্মানির মতো সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফলে আয়োজন জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কোনো কমতি রাখছে না দিল্লি কর্তৃপক্ষ। এ উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে তারা। এর মধ্যে বেশিরভাগ কাজ স্বাভাবিক লাগলেও কিছু অভূতপূর্ব বা অভিনব পদক্ষেপও দেখা যাচ্ছে সেখানে। যেমন- রাস্তার ধারে হনুমানের কাটআউট লাগানো, কিংবা হনুমানের ডাক নকল করতে পারে এমন লোক ভাড়া করা।


আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে জি-২০ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও