![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2023%2F08%2F31%2Fezgif-5-2d2697703d-f7cc9a5a10f13b8f23595be74eb96d45.jpg%3Fjadewits_media_id%3D876176)
গ্যাবনের জান্তা প্রধান জেনারেল এনগুয়েমা
গ্যাবনে এক অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী সেনা কর্মকর্তারা জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমাকে দেশটির অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ঘোষণা করেছেন। বুধবার তার নাম ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জেনারেল এনগুয়েমাকে নিয়ে এর আগে সেনারা রাজধানী লিব্রেভিলের রাস্তায় র্যালি করে। এ সময় তারা তাকে নিজেদের কাঁধে বহন করে নিয়ে যায়।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো তার বাড়িতে একটি ভিডিওতে হাজির হয়েছেন। এতে তিনি তার সারা বিশ্বের বন্ধুদের তার পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন।