![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2023%2F08%2F31%2Fscasvdavv-d3c715d78d3ec21f8d043caeb40d55c4.jpg%3Fjadewits_media_id%3D876159)
দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬ ইউক্রেনীয় সেনা নিহত
পূর্ব ইউক্রেনে একটি অভিযানে যাওয়ার সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছে। ডোনেস্ক অঞ্চলের ক্রামতোর্স্ক শহরের কাছে মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে।
ইউক্রেনীয় সেনাবাহিনী বুধবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে একটি রুশ ঘাঁটিতে অভিযান চালানোর সময় ৬ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।