কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুক্তিযুদ্ধ করেছি বলে খুব গর্বিত মনে হয়

www.ajkerpatrika.com হায়দার আকবর রনো প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১৭:২৩

আজকের পত্রিকা: জন্মদিন উপলক্ষে আপনাকে শুভেচ্ছা। কেমন লাগছে এবার জন্মদিন পালনকে সামনে রেখে? 



হায়দার আকবর খান রনো: ধন্যবাদ। এবার আমার ৮১ বছর পূর্ণ হলো, মানে ৮২ বছরে পা দিলাম। নতুন করে তেমন কোনো ভাবনা বা অনুভূতি নেই। এখন তো আমি আস্তে আস্তে এগিয়ে যাব জীবনের পড়ন্ত বেলার দিকে। এখন চোখে ভালো দেখতে পারি না, ঝাপসা দেখি। জীবনের বেশির ভাগটা তো এখন অতীত। আর কয় দিন বাঁচব, সেটা তো জানি না। তবে খুব দুঃখজনক ব্যাপার হলো, এখন আর আগের মতো বাইরে যেতে পারি না। চোখে ঝাপসা দেখার কারণে পড়তেও পারি না। এ জন্য খুব খারাপ লাগে, অসহায় বোধ করি। সারা জীবন ছোটাছুটি করেছি, রাজনীতি করেছি। এখনো আমি পার্টির সদস্য, কিন্তু পার্টির তো কোনো কাজ করতে পারি না, এমনকি পার্টি অফিসেও যেতে পারি না। এ জন্য একা একা বাসায় বসে, শুয়ে থাকতে হয়। আমার কাছে একটা ছেলে আসে। আমার তরুণ বন্ধু। সে আমাকে কিছু পড়ে শোনায় আবার কখনো আমার কিছু বলা কথা লিখে দেয়। এভাবেই চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও