মাদারীপুরে বিস্ফোরণে নিষ্ক্রিয় করা হল ‘৩৩ বছর’ আলমারিতে রাখা গ্রেনেড
মাদারীপুরের শিবচরে বাড়ির আলমারি থেকে উদ্ধার করা একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট। গ্রেনেডটি ৩৩ বছর ধরে আলমারিতে পড়ে ছিল বলে দাবি বাড়ির সদস্যদের।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট শিবচর থানার সামনের একটি মাঠে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানান থানার ওসি আনোয়ার হোসেন।
মাঠের মাটিতে তিন ফুট গর্ত করে বিশেষ কৌশলে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিকট শব্দে কেঁপে উঠে মাঠ সংলগ্ন এলাকা। বিস্ফোরণের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় আশপাশের মানুষকে।