![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F088ae62e-2fc8-48da-addd-0c01b0663ff0%252F1626252630_sreelekha_10.jpg%3Frect%3D0%252C0%252C1000%252C563%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
বয়স নিয়ে শ্রীলেখার লুকোছাপা নেই
প্রথম আলো
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১৬:৫১
নায়িকাদের কেউ কেউ বয়স নিয়ে লুকোছাপা করেন। তবে টালিগঞ্জের অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার ধার ধারেন না। জন্মদিনের পরদিন এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন করেছেন, ‘শুনলাম, নায়িকাদের নাকি বয়স বাড়ে না। কেন, তাঁরা কি অন্য গ্রহের প্রাণী?’
আগপাছ না করে নিজের বয়সটাও জানিয়ে রাখলেন শ্রীলেখা, ‘আমি তো ৫০ পূর্ণ করে ৫১ বছরে পা–হাত, মাথা, শরীর মন দিলাম, যদিও মনের বয়স ১৫। এই বয়সকে উপভোগ করে যেতে হবে।’
এবারের জন্মদিনটা গৃহবন্দী অবস্থায় কেটেছে শ্রীলেখার। ডেঙ্গুর লক্ষণ নিয়ে চিকিৎসা চলছে তাঁরা। গতকাল জন্মদিনে ছোটবেলার তিনটি ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছিলেন, ‘একসময় রোগা ছিলাম, শুভ জন্মদিন।’