![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023August/bridge-01-20230831134026.jpg)
পূর্বাচলে নতুন ব্রিজ, প্রতি মিটারে খরচ ৫৫ লাখ টাকা
রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট সড়ক থেকে মাদানী এভিনিউ পর্যন্ত নতুন দুটি সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর অনুমোদন দিয়েছে। এ প্রকল্পের আওতায় একটি ব্রিজ নির্মাণ করা হবে যার ব্যয় ধরা হয়েছে প্রতি মিটারে ৫৫ লাখ টাকা।
২৮৯ মিটার ব্রিজটি নির্মাণে মোট খরচ ধরা হয়েছে ১৫৮ কোটি ৯৫ লাখ টাকা।
ব্রিজ ছাড়াও এ প্রকল্পের আওতায় এক কিলোমিটার আইল্যান্ড-ড্রেন-ফুটপাত নির্মাণে খরচ ধরা হয়েছে ১৫ কোটি ৬৯ লাখ টাকা। মোট ৮.৫৩ কিলোমিটার আইল্যান্ড-ড্রেন-ফুটপাত নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩৩ কোটি ৮৮ লাখ টাকা।