কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বোতলজাত পানিও ছোঁয়া নিষেধ!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১২:১১

সরকারি চাকরি থেকে সদ্য অবসরপ্রাপ্ত খোরশেদ আলম কিছুদিন ধরে যকৃতের সমস্যায় ভুগছেন। চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন বোতলজাত মিনারেল পানি পান করতে। কয়েক মাস ধরে বোতলজাত পানি পান করছেন তিনি। কিন্তু হঠাৎ করে পানির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খোরশেদ আলম।


তিনি বলেন, বোতলজাত পানির দাম বেড়েই চলেছে, এটি কেউ দেখছেন না। যাদের নিয়মিত পানি কিনে পান করতে হয় দাম বাড়ার কারণে তাদের কষ্ট বেড়ে গেছে। আধা লিটারের বোতলজাত পানি ১৫ থেকে ২০ টাকা হয়েছে। বড় বোতলের দামও বেড়েছে। অবস্থা এমন হয়েছে যে বাজারে অন্য সব পণ্যের মতো পানির বাজারেও আগুন জ্বলছে। কিন্তু কেউই ব্যবস্থা নিচ্ছে না।


দেশে বেশকিছু কোম্পানি বোতলজাত পানি বিক্রি করছে। সব কোম্পানি আধা লিটার পানির দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করেছে। এছাড়া এক লিটার, দেড় লিটার, দুই লিটার ও পাঁচ লিটারের বোতলজাত পানির দামও বাড়ানো হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও