![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-08%252F91000816-0970-4954-ad11-15aee26d6e2b%252Fsmartphone_reuters.jpg%3Frect%3D0%252C318%252C5151%252C2897%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
ফোনের পর্দার ভিডিও ধারণ করবেন যেভাবে
বিভিন্ন প্রয়োজনে ফোনের পর্দায় চালু থাকা ভিডিও ধারণ করার প্রয়োজন হয়। কেউ আবার ফোনে ভিডিও গেম খেলার ভিডিও বা বিভিন্ন টিপস ব্যবহারের কৌশল বন্ধুদের ধারণ করে পাঠাতে চান। অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ডিং সুবিধা ব্যবহার করে সহজেই ফোনের পর্দার ভিডিও ধারণ করা সম্ভব।
স্ক্রিন রেকর্ডিং সুবিধা চালুর জন্য প্রথমে ফোনের হোম স্ক্রিন ওপর থেকে নিচে সোয়াইপ করে কুইক সেটিংস প্যানেল চালু করতে হবে। প্যানেলে থাকা স্ক্রিন রেকর্ডার আইকনে ট্যাপ করলেই ফোনের স্ক্রিন রেকর্ডার চালু হয়ে যাবে। অনেক ফোনের কুইক সেটিংস প্যানেলে স্ক্রিন রেকর্ডার যুক্ত থাকে না। সে ক্ষেত্রে ফোনের হোম স্ক্রিন ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এবার এডিট বাটনে ট্যাপ করে পরবর্তী পেজের ওপরের অংশ থেকে স্ক্রিন রেকর্ডিং অপশনটি ট্যাপ করে ধরে রেখে নিচে থাকা কুইক প্যানেলে যুক্ত করতে হবে। এ ছাড়া ফোনের সেটিংস অপশন থেকে অ্যাডভান্সড ফিচার নির্বাচন করে পরের পৃষ্ঠায় থাকা স্ক্রিনশটস অ্যান্ড স্ক্রিন রেকর্ডার অপশন থেকে সরাসরি স্ক্রিন রেকর্ডার চালু করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস
- ভিডিও ধারণ