ভিন্নমত দমনে জোর, অপরাধ ঠেকাতে নয়

প্রথম আলো প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৫

অনলাইনে ঘাঁটাঘাঁটির সময় অনেকের মুঠোফোনের পর্দায় ভেসে আসছে ‘সান ওয়ালেট–সিকিউর লোন’ নামের একটি অ্যাপের বিজ্ঞাপন। অ্যাপটি মানুষকে ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। তা ডাউনলোড করলে মুঠোফোনে মানুষের সব ধরনের তথ্যে প্রবেশের অনুমতি দিতে হয়। এমনকি ছবি ও ভিডিওতেও।


গুগল প্লে স্টোরে অ্যাপটির রিভিউতে (মূল্যায়ন) একজন নারী লিখেছেন, তিনি ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ করেছেন। কিন্তু তাঁর কাছ থেকে এখন বাড়তি টাকা চাওয়া হচ্ছে। তাঁর ব্যক্তিগত তথ্য ও উপাত্ত নিয়ে প্রতারণা (ব্ল্যাকমেল) করা হচ্ছে। তিনি বলেন, অ্যাপটি সরল মানুষের জন্য একটি ফাঁদ।


দেশে অ্যাপ ব্যবহার করে অনুমতি ছাড়া ঋণ দেওয়া নিষিদ্ধ। কিন্তু ডিজিটাল জগতে এভাবে অ্যাপের মাধ্যমে, বিজ্ঞাপন দিয়ে ও গ্রুপ খুলে ঋণ বিতরণ, বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেন, জুয়া, জাল নোটের কেনাবেচা, নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির লেনদেনসহ নানা ধরনের অপরাধ চলছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর নজরদারি সামান্য, বেশি নজর সরকারবিরোধিতা ঠেকাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও