হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কারের ঘোষণা

প্রথম আলো প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১৮:০৫

বছর চারেক আগের কথা। বিড়ালছানাটি ছিল খুবই অসুস্থ। রাজশাহী নগরের সাগরপাড়া এলাকা থেকে ছোট্ট ছানাটিকে বাড়িতে নিয়ে যান তাপসী রাবেয়া। সেবা-শুশ্রূষা করে সুস্থ করে তোলেন তিনি। বিড়ালটির নাম দেন ‘টুলটুলি’। এত দিন সে আদরযত্নেই ছিল। মাস দুয়েক আগে হঠাৎ বিড়ালটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও টুলটুলির সন্ধান পাওয়া যায়নি। বিড়ালটিকে খুঁজে পেতে নগরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়েছেন তাপসী রাবেয়া। কেউ বিড়ালটিকে খুঁজে দিলে দুই হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন তিনি।


এ সম্পর্কে তাপসী রাবেয়া (২৭) বলেন, ‘টুলটুলিকে হারানোর কষ্ট থেকেই পোস্টার ছাপিয়েছি। কত স্মৃতি বিড়ালটির সঙ্গে। নইলে কি আর কেউ এ রকম করে পোস্টার ছাপায়?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে