![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-08%2F7c280a15-479d-41ed-a4df-87ee8fcb64e6%2Fmilk_reuters_300829.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
ত্বকের যত্নে কাঁচা দুধ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১৬:২০
ময়েশ্চারাইজার ও ক্লেঞ্জার হিসেবে দুধ বেশ ভালো কাজ করে। যে কারণে রূপচর্চার প্রসাধনীতে দুধ ব্যবহার করা হয়।
তবে কাঁচা দুধ খাওয়া নিরাপদ না হলেও ত্বকের যত্নে ব্যবহার করা যায়।
কাঁচা দুধ অত্যাবশ্যকীয় পুষ্টি, এনজাইম ও উপকারী ব্যাক্টেরিয়া সমৃদ্ধ যা ত্বকে নানান রকমের উপকার করে- হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান, গুরুগ্রামভিত্তিক ত্বক-বিশেষজ্ঞ ও কসমেটোলজিস্ট ডা. উরবি পাঞ্চাল।