কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুখের আকৃতি অনুযায়ী ভ্রুর আকারে ভিন্নতা

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১৩:০৩

চোখ সাজাতে ভালোবাসে না―এমন মেয়ে খুব কম পাওয়া যাবে। চোখের সাজটা সুন্দর হলে মুখের সম্পূর্ণ সাজটাই ভালো দেখায়। চোখের সৌন্দর্য বাড়াতে চাইলে চোখের সঙ্গে মানিয়ে ভ্রুর আকার ঠিক করতে হবে। ভ্রুর আকার কেমন হবে, তা ঠিক করা হয় মুখের আকার দেখে।


মুখের আকার অনুযায়ী কেমন ভ্রুর আকার বেছে নেওয়া উচিত, চলুন তা জেনে নিই।


ডিম্বাকৃতি মুখ
এ ধরনের মুখের সৌন্দর্য বাড়াতে চাইলে কপাল, গাল, নাক ও চোখের সঙ্গে ভারসাম্য রেখে ভ্রু তুলতে হবে। যেহেতু ডিম্বাকৃতি মুখে কপালের গঠন কিছুটা চওড়া, তাই ভ্রুতে এমন আকার দিতে হবে, যাতে মুখ দেখতে গোল না লাগে।


ছ’কোনা মুখ


এ ধরনের মুখে হেয়ারলাইন, চোয়াল, গালের হাড়—এমনিতেই দেখতে খুব সুন্দর হয়।

তাই আলাদা করে আর ভ্রুতে কোনো নকশা করার প্রয়োজন পড়ে না। তবে ভ্রুর আকার সামান্য গোলাকার হলেও দেখতে সুন্দর লাগে।


গোলাকার মুখ
গোলাকার মুখের ক্ষেত্রে ভ্রুর আকার গুরুত্বপূর্ণ। তাই গোলাকার মুখে ভ্রু ধনুকের আকারে তুলতে পারলে ভালো লাগবে।


চৌকো মুখ
ছ’কোনার মতো চৌকো মুখেও চোয়ালের হাড়ের গঠন বেশ চওড়া। কপালের আকার বেশ উন্নত। তাই এ ধরনের মুখেও ভ্রুর আকার সামান্য গোলাকার হলে দেখতে খারাপ লাগে না।


পানপাতার মতো মুখ
এই আকারের মুখে কপাল চওড়া হয়। কিন্তু গাল থেকে থুতনি ক্রমেই সরু থাকে।


কারো ক্ষেত্রে গালের হাড় চওড়া হতে পারে। এ ধরনের মুখেও ভ্রু ধনুকের আকার হলে দেখতে ভালো লাগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও