এ যেন নাটক-সিনেমার দৃশ্য

প্রথম আলো ইতালি প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১২:২৮

এ যেন ক্রিকেট খেলায় উড়ন্ত বল ধরার (ক্যাচ) দৃশ্য। অথবা বাংলা নাটকে গাছ থেকে পড়ন্ত আম ‘টপাক’ করে ধরে ফেলার মতো দৃশ্য। ছয়তলা থেকে একটি শিশু মাটিতে পড়ে যাচ্ছে, আর একজন ছোঁ মেরে এসে তাকে আলতো করে ধরে ফেললেন! শিশুটি প্রায় আঘাত ছাড়াই প্রাণে বেঁচে গেল!


বাস্তবে এমন ঘটনাই ঘটে গেল ইতালির তুরিন শহরে গত শনিবার। এ নিয়ে স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন। এ ঘটনার নায়কের নাম মাত্তিয়া আকুজ্জি (৩৭)। পেশায় ব্যাংকার। আর পড়তে যাওয়া শিশুর বয়স ৩ বছর।


এবার সরাসরি ঘটনার বর্ণনায় আসা যাক। রোজকার মতো শনিবার সকালে বন্ধুকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন মাত্তিয়া আকুজ্জি। এ সময় তাঁরা এক মেয়েশিশুর কান্না শুনতে পান। তাকিয়ে দেখেন, একটি শিশু ছয়তলার (ফিফথ ফ্লোর) বারান্দার প্রান্তসীমায় টলমলভাবে হাঁটছে আর নিচে পড়ে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করছে। এ সময় আকুজ্জি চিৎকার করে শিশুটিকে বারান্দার কোনো কিছু আঁকড়ে ধরার কথা বলেন। কিন্তু শিশুটি তা করতে পারল না।


আকুজ্জি বলেন, যখন তিনি দেখলেন শিশুটি পড়ে যাবে যাবে ভাব, তখনই তিনি দৌড়ে শিশুটি বরাবর নিচে দাঁড়িয়ে গেলেন। এরপর মাটিতে পড়ার আগেই শিশুটিকে আলতোভাবে ধরে ফেললেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে