যে কারণে মাস্ক ব্যবহার করতেন মাইকেল জ্যাকসন
পপসম্রাট মাইকেল জ্যাকসন নেই । তবে এখনো সচল আছে জ্যাকসনের টুইটার অ্যাকাউন্টস। সেখানে ২০২০ সালের ২৩ মার্চ মাইকেল জ্যাকসনের মুখে কালো রঙের মাস্ক পরা একটি ছবির ক্যাপশনে লেখা হয়, ‘স্মার্ট হোন, নিরাপদে থাকুন’।
কেবল কালো নয়, প্রায়ই সাদা আর রুপালি রঙের সার্টিন কাপড়ের মাস্ক পরিহিত অবস্থায়ও দেখা গেছে জ্যাকসনকে। আর তা নিয়ে লোকের টিপ্পনী আর হাসাহাসিও কম শুনতে হয়নি মাইকেল জ্যাকসনের বডিগার্ড ম্যাট ফিডেসকে। তাই অন্তত আলোকচিত্রীদের সামনে মাস্ক পরতে নিষেধ করেছিলেন ম্যাট। তখন মাইকেল জ্যাকসন বলেছিলেন, ‘আমি মানুষের মন জুগিয়ে চলার জন্য অসুস্থ হতে পারি না। সামনেই আমার বেশ কয়েকটা কনসার্ট। আমি গলা খারাপ করে এসে ভক্তদের নিরাশ করতে পারি না। আমাকে নিজের শরীরের খেয়াল রাখতে হবে। আমার এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে। সেটা পূরণ করার জন্য আমার গলার আর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া জরুরি।’