ভোটের আগে সংলাপ চান কামাল হোসেন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ১৫:৩৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ করার স্বার্থে অবিলম্বে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি কামাল হোসেন।


মঙ্গলবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, “২০১৪ সালে ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। এমতাবস্থায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতি চরম উদ্বেগ ও উতকণ্ঠার মধ্যে রয়েছে।


“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার স্বার্থে অবিলম্বে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”


এক সময়ের আওয়ামী লীগ নেতা কামাল হোসেন গণফোরামের নেতৃত্ব দিয়ে আসছেন ১৯৯২ সাল থেকে। গত ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সামনে ছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও