কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ, মৃত্যু বেড়ে ১৫

বিডি নিউজ ২৪ আসাম প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ১১:০৩

উজানে অবিরাম বৃষ্টিপাতে আসামে নদনদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যটির এক লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতির মুখে পড়েছেন।


এর মধ্যে নতুন করে আরেকজনের মৃত্যু হওয়ায় আসামে এবারের বন্যায় মৃত্যুর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।


উজান থেকে নেমে আসা ঢলের কারণে রাজ্যটির অধিকাংশ নদনদীতে পানি বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন এলাকায় বহু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে বলে সরকারি বুলেটিনে বলা হয়েছে।


ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি পেতে থাকায় গুয়াহাটি ও জোড়হাটের নেমাটিঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।


আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, শিবসাগর জেলার ডেমৌ থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এতে চলতি বছরের বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও