রাশিয়ায় হামলা না চালাতে ইউক্রেনের ওপর চাপ বাড়ছে

প্রথম আলো ইউক্রেন প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ২৩:১৩

সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা বাড়িয়েছে ইউক্রেন। প্রায়ই মস্কোয় ড্রোন হামলা হচ্ছে। এমন হামলা না চালাতে ইউক্রেনের ওপর যে চাপ বাড়ছে, তা স্পষ্ট হয়ে গেল দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যে। গতকাল রোববার তিনি বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে যদি হামলা চালানো হয়, তবে পশ্চিমা মিত্রদের পাশে পাবে না ইউক্রেন।


মস্কোয় টানা হামলা শুরুর পর গত সপ্তাহে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। তিনি পরিষ্কার জানিয়ে দেন, রাশিয়ার ভেতরে ইউক্রেনের কোনো হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র।


মস্কোয় ইউক্রেন যেসব হামলা চালাচ্ছে, তাতে রাশিয়ার খুব বেশি ক্ষতি হচ্ছে, এমনটা নয়। তবে ইউক্রেনের পক্ষ থেকে বিভিন্ন সময়ই বলা হয়েছে, এমন হামলা আরও হবে। রাশিয়াও এসব হামলার ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছে।


এ নিয়ে রোববার কথা বলেন জেলেনস্কি। রাশিয়ার ভূমিতে ইউক্রেনের সেনাদের ঢুকে পড়ার সময় হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ধারণা, এটি একটি বড় ঝুঁকি। এমন হামলা চালালে আমরা একা হয়ে পড়ব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও