![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-08%2Fcfb1d247-c616-4bfd-b22c-d0821c70eb4a%2Fus_ukraine_fighter_jet_310123_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
সোমালিয়ায় ১৩ আল শাবাব জঙ্গিকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের ১৩ যোদ্ধাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
রোববার তারা জানিয়েছে, সোমালিয়া সরকারের অনুরোধে এ ‘সম্মিলিত আত্মরক্ষার বিমান হামলা’ চালানো হয়েছে।
এক বছর আগে সোমালিয়া সরকার ও মিত্র বাহিনীগুলোর শুরু করা অভিযান আল শাবাবকে দেশটির কেন্দ্রীয় অংশগুলো থেকে হটিয়ে দেয়, কিন্তু আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীটি রাজধানী মোগাদিশুসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা চালানো অব্যাহত রেখেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিমান হামলা
- আল শাবাব