সৌদি আরবের কোচ হলেন ইতালির সাবেক কোচ মানচিনি
ইতালি জাতীয় দলের সদ্য সাবেক কোচ রবার্তো মানচিনিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি আরব। ৫৮ বছর বয়সী এই অভিজ্ঞ কোচের সাথে দেশটির ফুটবল ফেডারেশনের চার বছরের চুক্তি হয়েছে।
চলতি মাসে ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই মানচিনি সৌদি দলের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে গুঞ্জন ছিল। এর দুই সপ্তাহ পরই গতকাল (রবিবার) সৌদি জাতীয় দলে কোচ হিসেবে তার অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করা হয়।
সৌদির কোচ হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মানচিনি। তিনি বলেন, "সৌদি ফুটবল দলের কোচ হতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। এটি নতুন এক দেশে ফুটবলীয় অভিজ্ঞতা লাভের দুর্দান্ত এক সুযোগ। বিশেষ করে এশিয়ায় ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সৌদি আরবে উৎসাহপূর্ণ ফুটবল সংস্কৃতি ও খেলোয়াড়দের দক্ষতা দেশটির ফুটবলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সৌদি প্রো লিগে বিশ্বের সেরা খেলোয়াড়দের উপস্থিতি জাতীয় দলের উন্নতির সম্ভবনাকে আরও বাড়িয়ে তুলেছে।"
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- চ্যাম্পিয়ন
- কোচ