এক দশকে বিশ্বের ৪০টি দেশে রপ্তানি সম্প্রসারণ করেছে রহমান জুট স্পিনার্স
www.tbsnews.net
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ১৫:৩৫
প্রতিষ্ঠার মাত্র এক যুগেই বিশ্বের ৪০টি দেশে গুণগত মানসম্পন্ন পরিবেশবান্ধব জুট ইয়ার্ন রপ্তানি করছে রাজশাহীর রহমান জুট স্পিনার্স প্রাইভেট লিমিটেড।
কোম্পানিটি বছরে ২৫ হাজার মেট্রিক টন জুট ইয়ার্ন, ক্লথ ও ব্যাগ রপ্তানি করছে, যার বার্ষিক টার্নওভার ২০০ কোটি টাকা। কারখানাকে আরও বড় করার উদ্যোগ নিয়েছে কোম্পানি, যেটি বাস্তবায়িত হলে বছরে আরও ১০ হাজার জুট ইয়ার্ন বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।
রহমান জুট স্পিনার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, "আমরা বর্তমানে তুরস্ক, মিশর, চীন, ইউরোপ, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিশ্বের ৪০টি দেশে কার্পেট ইয়ার্ন রপ্তানি করি।"
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- রপ্তানি
- পরিবেশবান্ধব