![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/08/online/photos/45254-samakal-64ec4e4e15810.jpg)
বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে অর্জুন-মালাইকা
সমকাল
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ১৪:০৮
বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জন নতুন নয়! কয়েকদিন হল বলিউড তারকা অর্জুন কাপুর-মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। এবার আগুনে জল ঢেলে দিয়ে রবিবাসরীয় ‘লাঞ্চ ডেটে’ দেখা গেল অর্জুন-মালাইকাকে।
রোববার দুপুরে মুম্বাইয়ের এক রেস্তরাঁ থেকে হাত ধরে বেরতে দেখা যায় জুটিকে। মালাইকার পরনে সাদা হাইওয়েস্ট কোঅর্ড সেট। আর অর্জুন চিরাচরিতভাবে ধরা দিলেন প্রিয় কালো পোশাকে। তাদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।