ক্যামালিয়ট অ্যাপে অ্যান্ড্রয়েড ফোনকে মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্রে রূপান্তর
আধুনিক স্মার্টফোনগুলো অত্যন্ত শক্তিশালী। পুরনো আমলের অনেক কম্পিউটারের চেয়েও দ্রুত কাজ করতে পারে এই ফোনগুলো। যার ফলে, প্রথাগত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ ছাড়াও স্মার্টফোনের রয়েছে নানা ব্যবহার।
এক চমৎকার অ্যাপ হল 'ক্যামালিয়ট', যার মাধ্যমে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ থেকে ডেটা সংগ্রহ, পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করা সম্ভব। আজকের লেখায় থাকছে এই অ্যাপের বৃত্তান্ত।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ'র ক্যামালিয়ট অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা জিএনএসএস থেকে স্যাটেলাইট ডেটা সংগ্রহ করতে পারবেন। আপাতত শুধু অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপটি পাওয়া যাচ্ছে।
আপনার অ্যান্ড্রয়েড ফোনকে মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্রে পরিণত করার পাশাপাশি, ক্যামালিয়টের মাধ্যমে আপনি বৈজ্ঞানিক গবেষণায় যোগ দিতে পারবেন এবং আবহাওয়ার পূর্বাভাস উন্নত করতেও বিজ্ঞানীদের সাহায্য করতে পারবেন।
চলুন দেখে নেওয়া যাক, ক্যামালিয়ট কীভাবে কাজ করে এবং অ্যাপটি আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে।