জাতিসংঘের সাইবার অপরাধ চুক্তির খসড়া: নজরদারি শঙ্কায় বিশ্ব
সাইবার অপরাধ ঠেকাতে আন্তর্জাতিকভাবে প্রয়োগযোগ্য এক চুক্তি শেষ পর্যন্ত “বৈশ্বিক নজরদারির অস্ত্রে” পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করবে বলে সমালোচনার মুখে পড়েছে।
গৃহীত হলে এই চুক্তির মাধ্যমে ডেটা প্রাইভেসি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, জাতিসংঘের প্রতিনিধিদলের কাছে এমন আশংকা প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।
অনলাইন অপরাধকে সংজ্ঞায়িত করতে এবং ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট নিরসনে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে জাতিসংঘের খসড়া সাইবার অপরাধ চুক্তিটি নিয়ে গত দুবছর ধরে আলোচনা চলছে।
প্রাথমিকভাবে এই চুক্তিটির প্রস্তাব দেয় রাশিয়া, যাতে সমর্থন দেয় চীন, উত্তর কোরিয়া, ইরান, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়া। আন্তর্জাতিক মহলের সমর্থন ব্যবহার করে চুক্তিটির মাধ্যমে শাসকগোষ্ঠী বিভিন্ন দেশে নজরদারি চালানোকে বৈধ প্রমাণের চেষ্টা করবে, একইসঙ্গে অনলাইনে মতপ্রকাশকে অপরাধ সাব্যস্ত করে দমন পীড়নের অস্ত্র হিসাবে এর অপব্যবহার হবে – এমন আশংকা প্রকাশ করেছে বেশ কিছু দেশের সরকার এবং মানবাধিকার কর্মীরা।