কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডায়াবেটিকদের জন্য কম শর্করা সমৃদ্ধ ফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ২২:৪৯

অনেকেই মনে করে থাকেন, শর্করা থাকায় ডায়াবেটিসে আক্রান্তরা ফল খেতে পারবেন না। ব্যাপারটা মিষ্টি ফলের জন্য কার্যকর হলেও সকল ফলের ক্ষেত্রে সত্য নয়।


ফলে আছে ভিটামিন, মিনারেল ও আঁশ। আর ফলকে কম শর্করার ভিত্তিতে ভাগ করা যায় যা ডায়াবেটিকদের জন্য নিরাপদ।


এই বিষয়ে হেল্থশটশ ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বেঙ্গালুরু’র সরজপুরের ‘মাদারহুড হাসপাতাল’য়ের খাদ্য পরিকল্পনা পরামর্শক ও পুষ্টিবিদ দীপিকা জয়াসয়াল ডায়াবেটিসে আক্রান্তদের জন্য কম শর্করা সমৃদ্ধ ফলের উপকারিতা সমন্ধে জানান।


বেরি: স্ট্রবেরি, ব্লুবেরি ও রাস্পবেরি কেবল খেতে মজাদার নয় এতে শর্করার মাত্রা অনেক কম। এতে কার্বোহাইড্রেইট ও গ্লাইসেমিক মাত্রা কম, যা ডায়াবেটিকদের জন্য আদর্শ পছন্দ হতে পারে।


বেরি নানানভাবে খাওয়া যায় যেমন- দই, ওটমিল, স্মুদি বা সাধারণ নাস্তা হিসেবে। এটা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করা ছাড়াই মিষ্টি খাওয়ার ইচ্ছা মিটায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও