You have reached your daily news limit

Please log in to continue


সংবেদনশীল ত্বকে যেসব পণ্য এড়ানো উচিত

সংবেদনশীল ত্বকে নিয়ন্ত্রণ করতে হয় খুব কৌশলে। একটু উনিশ বিশের কারণে ত্বকে দেখা দিতে পারে সমস্যা।

ত্বক পরিচর্যার ক্ষেত্রে সংবেদনশীল ত্বকের ধরন বোঝা ও খাপ খাওয়ানোর চেষ্টা করা জরুরি।

এক্ষেত্রে নয়া দিল্লির ‘ডার্মোস্ফেয়ার ক্লিনিক’য়ের সহকারী প্রতিষ্ঠাতা ও চর্মরোগের চিকিৎসক ডা. দীপক জাখার হেল্থশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে সংবেদনশীল ত্বকে কয়েকটি পণ্য ব্যবহার না করার পরামর্শ দেন।

রেটিনল ও আলফা হাইড্রোক্সি অ্যাসিড

রেটিনল ভিটামিন এ থেকে পাওয়া যায়। এএইচএ যেমন- গ্লাইকোলিক অ্যাসিড ত্বক পুনর্গঠনকারী উপাদান সমৃদ্ধ। এই দুটি একসাথে ব্যবহার করা হলে ত্বকে সংবেদনশীলতা দেখা দিতে পারে। অসতর্ক ব্যবহারে ত্বকের শুষ্কতা, লালচেভাব ও ‘পিলিং’ বা চামড়া ওঠার সমস্যা দেখা দিতে পারে।

ত্বকের জন্য সঠিক মাত্রা যাচাই করতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ভিটামিন সি ও বেঞ্জয়েল পারক্সাইড

ভিটামিন সি খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বক উজ্জ্বল করতে সহায়াত করে। অন্যদিকে, বেঞ্জয়েল পারঅক্সাইড ত্বক শুষ্ক ও ‘পিলিং’ করতে পারে।

তাই শুরুতে মৃদু মাত্রায় বা ত্বকের সহনীয় মাত্রায় ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন