সংবেদনশীল ত্বকে যেসব পণ্য এড়ানো উচিত
সংবেদনশীল ত্বকে নিয়ন্ত্রণ করতে হয় খুব কৌশলে। একটু উনিশ বিশের কারণে ত্বকে দেখা দিতে পারে সমস্যা।
ত্বক পরিচর্যার ক্ষেত্রে সংবেদনশীল ত্বকের ধরন বোঝা ও খাপ খাওয়ানোর চেষ্টা করা জরুরি।
এক্ষেত্রে নয়া দিল্লির ‘ডার্মোস্ফেয়ার ক্লিনিক’য়ের সহকারী প্রতিষ্ঠাতা ও চর্মরোগের চিকিৎসক ডা. দীপক জাখার হেল্থশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে সংবেদনশীল ত্বকে কয়েকটি পণ্য ব্যবহার না করার পরামর্শ দেন।
রেটিনল ও আলফা হাইড্রোক্সি অ্যাসিড
রেটিনল ভিটামিন এ থেকে পাওয়া যায়। এএইচএ যেমন- গ্লাইকোলিক অ্যাসিড ত্বক পুনর্গঠনকারী উপাদান সমৃদ্ধ। এই দুটি একসাথে ব্যবহার করা হলে ত্বকে সংবেদনশীলতা দেখা দিতে পারে। অসতর্ক ব্যবহারে ত্বকের শুষ্কতা, লালচেভাব ও ‘পিলিং’ বা চামড়া ওঠার সমস্যা দেখা দিতে পারে।
ত্বকের জন্য সঠিক মাত্রা যাচাই করতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ভিটামিন সি ও বেঞ্জয়েল পারক্সাইড
ভিটামিন সি খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বক উজ্জ্বল করতে সহায়াত করে। অন্যদিকে, বেঞ্জয়েল পারঅক্সাইড ত্বক শুষ্ক ও ‘পিলিং’ করতে পারে।
তাই শুরুতে মৃদু মাত্রায় বা ত্বকের সহনীয় মাত্রায় ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
- ট্যাগ:
- লাইফ
- পণ্য
- সংবেদনশীল
- ত্বকের সমস্যা