কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউএস ওপেনে নেই সাবেক চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ২২:৩৭

শুরুর আগেই শেষ হয়ে গেছে বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোর ইউএস ওপেন। পিঠের চোটে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে সরে দাঁড়িয়েছেন কানাডার এই তারকা।


২৩ বছর বয়সী আন্দ্রেয়েস্কো গত মাসে ওয়াশিংটনে সিটি ওপেনের প্রথম রাউন্ডে হারের পর এই মাসের শুরুতে কানাডিয়ান ওপেনে সরাসরি সেটে হারেন কামিলা জর্জির বিপক্ষে। এরপর তিনি সরে দাঁড়ান সিনসিনাটি ওপেন থেকে।


ওয়াশিংটনের ম্যাচ থেকেই তিনি পিঠে ব্যথা অনুভব করছিলেন। পরে পরীক্ষায় তার পিঠে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি। ইউএস ওপেন থেকে তার সরে যাওয়ার খবর শনিবার জানিয়েছে আয়োজকরা।


ইউএস ওপেনে ২০১৯ সালের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন আন্দ্রেয়েস্কো। সোমবার শুরু এবারের আসরে প্রথম রাউন্ডে ইউক্রেইনের লেসিয়া সুরেনকোর বিপক্ষে খেলার কথা ছিল তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও