কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পানি ছাড়ার পর সাগরে কোনও তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি: জাপান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ২২:৩৪

জাপান সরকার বলেছে, ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের সাগরের পানি পরীক্ষায় তেজস্ক্রিয়তার কোনও মাত্রা শনাক্ত হয়নি।


প্রতিবেশী দেশগুলোর বিরোধিতার মধ্যেই জাপান বৃহস্পতিবার থেকে শোধন করা তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করেছে।


দুই বছর আগে জাপান এই পরিকল্পনা ঘোষণার পর থেকেই সেদেশের জেলে এবং সামুদ্রিক খাবার ব্যবসায় নিয়োজিতরা-সহ ব্যাপক অঞ্চলজুড়ে মানুষ জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। তাদের আশঙ্কা, তেজস্ক্রিয় পানি সাগরে ফেললে অনেকে সামুদ্রিক খাবার কেনা বন্ধ করে দেবে।


জাপান এখন এই উদ্বেগ দূর করার চেষ্টা চালাচ্ছে। আগামী তিনমাস ধরে তারা সাগরের পানি পরীক্ষার ফল প্রকাশ করবে বলে জানিয়েছে বিবিসি।


২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা কেন্দ্রটি ধ্বংস হওয়ার পর ১৩ লাখ ৪০ হাজার টন তেজস্ক্রিয় পানি সঞ্চিত করে রেখেছে জাপান। এই পানিই আগামী ৩০ বছর ধরে সাগরে ফেলবে তারা।


জাপান বলছে তাদের এই পানি নিরাপদ। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ’ও এই পানি সাগরে ছাড়ার জন্য নিরাপদ বলে রায় দিয়েছে। এরপরই জাপান এই তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা শুরু করে। তবে সমালোচকরা বলছেন, পানি সাগরে ফেলা বন্ধ করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও