উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ২২:২৪

দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ওই অঞ্চলের উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


রোববারের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরীসহ সিলেট ও নেত্রকোনা অঞ্চলের প্রধান নদীগুলোর পানি বাড়তে পারে।


এছাড়া যমুনা নদীর পানি ফুলছড়ি, বাহাদুরাবাদ ও পোড়াবাড়ী পয়েন্টে বিপদসীমার কাছাকাছি থাকতে পারে।


তবে তিস্তা নদীর পানি কমছে জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাট ও রংপুর জেলার নিমাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।


গত কয়েকদিনের বৃষ্টি এবং ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে এবং তিস্তার ভাঙনের মুখে পড়েছে ৫০টির বেশি বাড়ি। পাশের লালমনিরহাট ও রংপুরের অনেক এলাকার মানুষ বন্যার দুর্ভোগের মধ্যে পড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও